SHISEIDO BLACK MASK the pore cleanser.

I was not completely conscious about the face skin before.But day by day my skin dullness problems have now become apparent.Although it's too late But I'm aware.Maybe it should have been more than 5 years ago.However, I was aware of late. Write about today's application of Shiseido Black Mask face.The first thing is, why do this mask application? I don't go parlor, don't do facial, don't even take a massege.Dry dirt has long been skin pore.I’m not concern of beautify myself.So i didn't do this.Because of which my skin problem has become very prominent.Now what? I am public to go to the parlor and not.How to spend a little time and money in the house of Parlor? Yes, I found the right product at the right time. SHISEIDO BLACK MASK (original) the pore cleanser. Shiseido Black Mask Skin removes all the garbage of pore in just 30 minutes without any side effect.Why spend so much unnecessary money and time in parlor? Now let's write about how to apply this black mask. First wash the face with the facewash. Open the black mask and apply your hand to the face. Do the application as shown in the picture. By the time the hair must be tied properly. Wait till it's dry. There is no talk on the mask face situation. If you are completely dry, start taking the bottom of the throat. Look in the picture. If you can not completely remove from the bottom and pick up completely from the bottom, then you can be successful. Your Black White Heads will be all removed. Changes can understand itself. You can see the evidence alongside the mask taken.After that wash the face with water only.Your skin pore has become clean and open after all. Now rub a icecube on your face. Then use a moisturizer.Take care of your skin once in a while. Stay Beautiful Always.

আগে মুখের ত্বকের ব্যাপারে একদমই সচেতন ছিলাম না। এখন যথেষ্ঠ বয়স হয়েছে। স্কিন ডালনেস প্রবলেমে যত দিন গড়াচ্ছে ততই যেন জর্জরিত হচ্ছি। অনেক দেরি হয়ে গিয়েছে যদিও কিন্তু আমি সচেতন হয়েছি। হয়তো আরো ৫ বছর আগে থেকেই হওয়া উচিত ছিল। যাইহোক, দেরি হলেও সচেতন হয়েছি।
শিসেইডো ব্ল্যাক মাস্ক ফেসে অ্যাপ্লাইয়িং এর ব্যাপারে আজকে লিখবো।
প্রথম কথা হলো, ক্যানো এই মাস্ক অ্যাপ্লাই করবো?
আমি পার্লারে যাই না। ফেশিয়াল করিনা। মাসাজ করিনা। আমার স্কিনের পোরে দীর্ঘদিন ধরে ময়লা জমতে থাকে। কিন্তু আমি রূপ সচেতন না। তাই আমার এসব করা হয়না।
যার কারণে আমার স্কিন প্রবলেম অনেক প্রকট আকার ধারণ করেছে।
তাহলে এখন উপায়?  আমি তো পার্লারে যাওয়ার পাব্লিক ও না। পার্লার কে কিভাবে ঘরে আনা সম্ভব তাও খুব কম সময় ব্যয় করে? জ্বি হ্যা, সন্ধান পেয়ে গেলাম সঠিক সময়ে সঠিক প্রোডাক্টির। শিসেইডো ব্ল্যাক মাস্ক (অরিজিনাল) স্কিনের পোরের সব ময়লা দূর করে ফেলে মাত্র ৩০ মিনিটে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া।  তাহলে এতো অযথা অর্থ আর সময় ব্যায় কেন করবো?
এখন এই ব্ল্যাক মাস্ক যেভাবে ফেসে অ্যাপ্লাই করতে হয় সে প্রসংগে লিখবো।
প্রথমে ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে মুছে নিন।
ব্ল্যাক মাস্ক টি ওপেন করে ফেসে হাতের সাহায্যে অ্যাপ্লাই করবেন। ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে অ্যাপ্লাই করবেন। এসময় চুল ভালোভাবে অবশ্যই বেঁধে নিবেন। শুখিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাস্ক ফেসে দেওয়া অবস্হায় কোন কথা বলা যাবেনা। সম্পূর্ণ শুখিয়ে গেলে থুতনির নিচ থেকে তুলতে শুরু করুন। ছবিতে দেখুন। খুব সতর্ক ভাবে কোন স্থানে না ছিড়ে নিচ থেকে তুলতে তুলতে সম্পূর্ণ তুলে ফেলতে পারলে আপনি সাকসেসফুল। আপনার ব্ল্যাক হোয়াইট হেডস সব রিমুভ হয়ে যাবে। চেন্জ নিজেই বুঝতে পারবেন। তোলা মাস্কটির উল্টো দিকে প্রমাণ সহকারে দেখতে পারবেন। এরপর শুধু পানি দিয়ে ফেস ধুয়ে নিন। আপনার স্কিনের সব পোর ক্লিন এবং ওপেন হয়ে গিয়েছে। এখন একটি বরফ কিউব ফেসে ঘষে নিন।
এরপর একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
প্রতিমাসে একবার এভাবে নিজের স্কিনের যত্ন করুন।
সুন্দর থাকুন সবসময়।

Comments