Reactive Dye With Finegum

 I wrote about three kinds of group of dye.
 But people didn't read my articles. They can ask and ask. I told thousand times about hot & cold water dye.About the groups of dye.  But they didn't listen or read anything.
Anyway, I've written again about the hot and cold water dye.
*Sulfar dye is hot water dye.
*Vat dye is hot water dye.
*Reactive dye is hot, normal & cold water dye.

you can do ice dye with reactive color. but never can do it with Vat or Sulfar color. Sulfar & Vat is always very warm water dye.

Now i'm writing about reactive dye. how to do reactive dye with normal or light warm water.
materials -
*reactive dye,
*salt,
*soda or soda ash
*fine gum.
*light warm water. *Oil paper.
preparation - First wash & dry clothes properly. Take 2 tbl spn of Finegum in a pot. soak it with normal  water and rest it for 12 hours. 
after 12 hours blend the soaked finegum with 2 cups of light warm water properly.
take one tbl spn of reactive dye, 1 tbl spn of salt & 1 tbl spn of soda or soda ash in a cup. mix it with light warm water then mix it with the blended finegum very well.
then you can color the fabric with brush or tie clothes and can dye.
after dye rest it for dry. after 4/5 days it'll be fully dry and crunched. Then wash the cloth properly.
You can do vat color on this reactive dye after wash.
i've already given the vat process on my previous article.
On next article I'll give tutorial about reactive dye with normal water in another process. Till then bye. Take Care.


আগে ডাই এর ৩টি গ্রুপের ব্যাপারে লিখেছিলাম।
আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এর সাথে ফাইনগাম দিয়ে কিভাবে রিঅ্যাক্টিভ ডাই করা হয় সে ব্যাপারে লিখবো।
*সাল্ফার ডাই ফুটন্ত গরম পানির রং।
*ভ্যাট ডাই ফুটন্ত গরম পানির রং।
*রিঅ্যাকটিভ ডাই ফুটন্ত গরম পানির, স্বাভাবিক বা কুসুম গরম পানির এবং বরফ পানির রং।
সাল্ফার এবং ভ্যাট রং দিয়ে আপনি কখনই আইস ডাই (বরফ ডাই) করতে পারবেন না।
রিঅ্যাক্টিভ রং দিয়ে আইস ডাই (বরফ ডাই) করতে পারবেন।
ফাইনগাম দিয়ে রিঅ্যাক্টিভ ডাই করার টিউটোরিয়াল।
উপকরণ -
*রি-অ্যাক্টিভ রং
* ফাইনগাম
*সোডা (কাপড় কাচার) 
* লবণ
*পরিমাণ মত পানি এবং কুসুম গরম পানি
* কাপড়।
কাপড়কে ভালো ভাবে পানিতে ভিজিয়ে মাড় ছাড়িয়ে ধুয়ে নিবেন।
একটি পাত্রে ২ টেবিল চামচ ফাইন গাম স্বাভাবিক তাপমাত্রার পানির সাথে ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে রাখবেন ১২ ঘন্টার জন্য।
কাপড় বেধে ডিজাইন করে নিবেন। ফাইনগাম সিস্টেমে কাপড় কে বিছিয়ে নিয়ে ডিজাইন মার্কার বা পেন্সিলের সাহায্যে এঁকে তুলি দিয়েও রং করা ও সম্ভব। তবে কাপড়টিকে একটি পলিথিন বা রেক্সিন শিটের উপর টান টান করে বিছিয়ে নিতে হবে।
১২ ঘন্টা হয়ে গেলে ২ কাপ কুসুম গরম পানি দিয়ে ভেজানো ফাইনগামকে ভালো করে গোলাতে হবে। যেন এটা একদম ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ডেড ফাইনগাম দেখতে অনেকটা জেলির মত।
একটি কাপে ১ টেবিল চামচ রং, ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ সোডা কুসুম গরম পানিতে ভালোভাবে মিক্স করে ব্লেন্ডেড ফাইন গাম এর সাথে একসাথে মিশিয়ে নিন। খুব ভালো ভাবে নেড়ে মিক্সচারটি রেডি করুন।
এরপর ডিজাইন করা বাধা কাপড় টি রং করুন।
অথবা কাপড় টান করে বিছিয়ে নিয়ে তুলির সাহায্যে রং করুন। এই রং কে খুব ভালো ভাবে শুখানোর জন্য কোন রকমের নাড়া চাড়া না দিয়ে ৪/ ৫ দিন রেখে দিন। রং সম্পূর্ণ শুখিয়ে শক্ত কড়কড়ে হয়ে যাবে। এরপর ধোয়ার কাজ করুন। ধোয়ার সময় ফাইন গাম ছাড়ানোর জন্য ব্রাশ বা চিরুনি ব্যবহার করতে পারেন। এরপর ১২ ঘন্টা কুসুম গরম লবণ পানিতে কাপড় ভিজিয়ে রেখে নেড়েশুখিয়ে নিন। এই কাপড়কে আপনি আবারও ভ্যাট রং করতে পারবেন। আমি সাধারণত ফাইন গাম দিয়ে রিঅ্যাক্টিভের কাজ করে পরে ভ্যাট রং করে থাকি। মাল্টি কালার এভাবেই করা যায়। পদ্ধতিটি ঠিকমত ফলো করে কাপড়ে রং করলে আশারাখি খুব ভালোভাবে কাপড় মাল্টি ডাই করতে সক্ষম হবেন।
সুস্হ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Comments