Reactive dye VS (Reactive + Vat) dye.

For reactive dye, you have to prepare your fabric first by soaking fabric for 20 to 30 minutes then you can dry it. Now you can design it by tying. Another system - You can design or tie your fabric first. then soak it in soda water for 20 to 30 minutes then dye by reactive color. One more thing if only ve done reactive, soda water soaking will work. If this happens, first reactive & again vat the fabric will then soda water soaking the work cannot be at all. My research and experience much worse. Thus, before the bright reactive Dye from the fabric. VAT dyes and medicine's color is only visible. If you want to get malti colourful designed with Reactive & Vat both at a time on your fabric then wash your fabric properly first.then do reactive first then Vat. One thing more, after every wash your fabric have to dry by air not in sunlight. I'll write about reactive dye next. take care. thank you. রিঅ্যাকটিভ ডাই করার সময় ফেব্রিককে সোডার পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে নিয়ে কালার করবেন। সোডা য় ভেজানো কাপড়কে শুখিয়েও নিতে পারেন। বেঁধে ডিজাইন করার জন্য।
আবার ডিজাইন বেধে নিয়েও সোডার পানিতে ভিজিয়ে নিয়ে কাজ করা যাবে।
রিঅ্যাকটিভ অনেকে ফুটিয়ে রং করে করার পরামর্শ দেন। আমি ততটা উজ্জ্বল কালার হতে দেখিনি।
 
আরেকটা বিষয় ফেব্রিকে শুধুমাত্র রিঅ্যাক্টিভ ডাই করলে সোডার পানিতে ভেজানোর কাজটি করবেন।
যদি এমন হয়, রিঅ্যাকটিভ ডাই এর পর সেই ফেব্রিকে আবারও ভ্যাট ডাই করবেন তাহলে সোডা পানিতে ভেজানোর কাজটা একদমই করা যাবেনা। আমার গবেষণা করে অভিজ্ঞতা অনেক খারাপ। এভাবে করলে,  পূর্বের করা উজ্জ্বল রিঅ্যাকটিভ ডাইটি পুরোপুরি ফেব্রিক থেকে হারিয়ে যায়। ভ্যাট ডাই এবং মেডিসিনের কালারই শুধুমাত্র দৃশ্যমান হয়।
আপনারা যদি ফেব্রিক প্রথমে রিঅ্যাকটিভ ডাই করে পরে ভ্যাট ডাই করতে চান সেক্ষেত্রে ফেব্রিক কে ভিজিয়ে ধুয়ে পুরোপুরি মাড় ছাড়িয়ে নিবেন। এরপর রিঅ্যাকটিভ ডাই করবেন। এরপর ভ্যাট ডাই করতে পারবেন। সব রং তখন ফেব্রিকে দৃশ্যমান হবে। এবং খুব দৃষ্টি নন্দন মাল্টি কালার ডিজাইন পাবেন ফেব্রিকে।

একটা কথা স্মরণ রাখবেন রিঅ্যাকটিভ কালার পরিমাণে বেশি দিয়ে কাজ করতে হয়। এই ডাইটি ফেব্রিকে যে পর্যন্ত ফিক্স হবার হয়ে যাবে। অতিরিক্ত রংটি চলে যাবে।  ফিক্স রং দেড় বছর পর্যন্ত লাস্টিং করে যাবে।
একটা সতর্কতা মানবেন। কাপড় যত বারই ওয়াশ করবেন বাতাসে শুখিয়ে নিবেন। রোদে নয়। এটা আমি বলবো আমাদের সব রকম কাপড়ের ক্ষেত্রেই সতর্কতা টা মানা উচিত।
এরপর রিঅ্যাক্টিভ ডাই করার নিয়ম এর ব্যাপারে আমি যতটুকু জানি লিখবো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

Comments