CHUN CHHAP realated some questions.

Today I will give some questions and answers on CHUN CHHAP.
Question : Why is Chun Chhap  printed on clothes?
Answer: For hand emberydry work.
Question : Is this print parmanent?
Answer : No.
Question :  If you print on the clothes then it stains. The clothes did not become old? What will be the stain after work? How to get rid of this stain?
Answer : By making a hand embro the spots are a lot of light. After finishing the work, we washed the clothes. The stains are completely removed and the clothes are completely new.
 Question:Nimmi Apu, The CHUN CHHAP  printing cloth you've shown us is different from the CHUN CHHAP printing in the home. Why?
Answer: Yes there are two different printing. Medicine is the same. But the printing process is two different. Due to the printing of Chun Chhap in the screenprint factory, the prints in one way after printing. Finishing of the print is pretty nice to see.
After printing in the house it is printed in dotted. However, it can also be taken out of work.

 Important tips -
*after doing CHUN CHAAP at home,  try not to rub much in the print. Try to put the cloth in the frame and try to do hand embrodery at a time.

*In the last episode of CHUN CHHAAP I wrote that BLUE,CHUN Kerosene mixed with Paste will have to be made. When you apply lime on a dark colored cloth, you have to increase the amount of CHUN. The amount of blue should be increased in the light color of the clothes .

Hope, can understand all the things of lime printing.
I will write some more interesting topics in  future. Everyone will be good till then.
আজকে আমি চুন ছাপ বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর দিবো।
প্রশ্ন- কাপড়ে ক্যানো চুন ছাপ করানো হয়?
উত্তর- হ্যান্ড এম্ব্রোয়ডারি কাজ করার জন্য।
প্রশ্ন- এই ছাপ কি পার্মানেন্ট?
উত্তর - না।
প্রশ্ন - কাপড়ের উপর ছাপ দিলে তো দাগ লেগে গেলো। তাতে কাপড় পুরাতন হয়ে গেলোনা?  কাজ তোলার পর এই দাগ কি থেকে যাবে? এই দাগ কিভাবে তোলা সম্ভব?
উত্তর- হ্যান্ড এম্ব্রোডায়রি করতে করতেই দাগ অনেকটা হাল্কা হয়ে আসে। কাজ সম্পূর্ণ শেষ করার পর আমরা কাপড়টাকে ধুয়ে ফেলি। তাতে দাগ সম্পূর্ণ ভাবে রিমুভ হয়ে যায় এবং কাপড় একদমই নতুন থাকে।
প্রশ্ন - নিম্মী আপু, আপনার কাছে যে চুন প্রিন্টিং এর কাপড় দেখেছি তা ঘরে বসে চুন প্রিন্টিং থেকে আলাদা। ক্যানো?
উত্তর - হ্যা দুটো প্রিন্টিং আলাদা। মেডিসিন একই। তবে প্রিন্টিং প্রসেস দুটা ভিন্ন। স্ক্রিণপ্রিন্ট ফ্যাক্টরী তে ডাইসের সাহায্যে চুন ছাপ করার কারণে প্রিন্টটা এক ভাবে পরে। ছাপটা র ফিনিশিং বেশ সুন্দর হয় দেখতে।
ঘরে বসে প্রিন্ট করলে সেটা ডট আকারে ছাপটা পরে। তবে এটা দিয়েও কাজ উঠিয়ে নেওয়া যায়।
কিছু জরুরি টিপস -
*ঘরে বসে চুন ছাপ করার পর চেষ্টা করবেন ছাপাটিতে যেন বেশি ঘষা না লাগে। ফ্রেমে কাপড় বসিয়ে কাজটি একবারেই তুলে ফেলার চেষ্টা করবেন।
*চুন ছাপ বিষয়ে গত পর্বে লিখেছিলাম নিল, চুন কেরোসিন মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। আপনারা যখন গাঢ়ো রঙ এর কাপড়ের উপর চুন ছাপ করবেন তখন চুনের পরিমান বাড়িয়ে নিতে হবে। অপেক্ষাকৃত হাল্কা রঙ এর কাপড়ে চুন ছাপ দেবার জন্য নীলের পরিমান বাড়িয়ে নিতে হবে।

আশা করছি, চুন ছাপের সব গুলো বিষয়ই বুঝাতে সক্ষম হলাম।
আরও ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে লেখালেখি করবো আগামীতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।

Comments