bandhani-1

Today, through a design tutorials to write the image. Basically it is all about understanding to see pictures. Image is shown in a sample of fabric design. Many wanted to know how the bandhani? Very easy and simple. Those who've done chundri print in on fabric once, for them the print is more easy. As shown in the picture threads.Tie the string to prevent Dai design's (a little fat type) used to be the best. Color chemical shops you get the thread. Fabric in the spot would make. A needle with thread spoted with space take up the photo of binding. They will make some gap binding Thus, a few step binding. According to the fabric so that the whole design together with Dye's work. In my blog I wrote about some article about Dye.You can follow in the previous articles. I hope everyone is able to understand the design of the bandhani. Good to stay. Thank you. আজকে একটি ডিজাইনের টিউটোরিয়াল ছবির মাধ্যমে লিখে দিচ্ছি। মূলত ছবি গুলি দেখলেই  ডিজাইটির ব্যাপারে সবাই বুঝতে পারবেন।
ছবিতে দেখানো হয়েছে একটি ডিজাইন করা ফেব্রিকের স্যাম্পল। অনেকেই জানতে চেয়েছেন, কিভাবে বাধুনিটি করতে হবে?
খুবই সহজ আর সিম্পল। যারা চুন্দ্রি প্রিন্ট একবার হলেও করেছেন তাদের জন্য তো আরও বেশি সহজ।
ছবিতে দেখানো হয়েছে সুতা। টাই ডাই ডিজাইন বাধার জন্য এই সুতা গুলা (একটু মোটা ধরণের) ব্যবহার করা বেস্ট হবে। রং কেমিক্যালের দোকানেই সুতা পাবেন।
তাছাড়া খাতা সেলাই করার সুতাও ব্যবহার করা যাবে। ফেব্রিকে প্রথমে স্পট করে নিবেন। একটা সুচ দিয়ে স্পটেড জায়গাটি তুলে নিয়ে সুতা দিয়ে ছবির মত করে বাঁধবেন। কিছু গ্যাপ করে করে বাধুনিটি দিবেন। এভাবে কয়েকটি ধাপে বাধুনিটি হবে। এভাবে পুরো ফেব্রিকটি ডিজাইন অনুযায়ী  বেঁধে নিয়ে ডাই এর কাজ করবেন।
আমার ব্লগে ডাই এর ব্যাপারে কিছু কিছু আর্টিকেল লিখেছি। কিভাবে ডাই করবেন সেই বিষয়ে পূর্বের আর্টিকেল গুলি ফলো করলে জানতে পারবেন।
আশা করি ডিজাইনের বন্ধনীটি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি।
ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

Comments

Post a Comment