ABOUT MY MAKE-UP -2

Wrote about appling Dermacol at night party yesterday and as promise, I'll write about how to apply it at day. Then,i started. We went out from home something like, snow,powder we apply our face. Let us see at least shows properly. I don't use anything in the room. usually i apply Foundation or face powder on my face. It shows a face as fresh. I am happy happy to be outside. Since I have a dermacol order and got very good results in the party of the night. So,why not at day? Read the article before you can understand it's pretty strong foundation. Very good for night party. However, on the day, but light decor is good. It seems to me like a decoration on the day. In the picture you can see I've blended Dermacol with my regular moisturizer lotion Then wipe face with face wash first the neck massage set-up this mixture by aappling so that the entire face and neck evenly spread. Then i applied my regular usage face powder on it. Eye liner, light lipstick on it are my makeup. You can see this and try. This product is an excellent service at night or day with me. This nice product is use that on my blog and write. **Tips: winter running. So makeup is set easily . However, during the summer before in a ice cube face makeup in makeup with grinding. In the summer season and will set the makeup.** How was it? Today, bye then. Be healthy and good.
গতকাল লিখেছিলাম আমার মেকাপ এর প্রসংগে আর বলেছিলাম, দিনে কিভাবে মেকাপ টি অ্যাপ্লাই করতে হবে সে প্রসংগে লিখবো। তাহলে শুরু করি।
আমরা ঘর থেকে বাহিরে গেলে কিছু একটা ফেসে অ্যাপ্লাই করে বের হই। যেন আমাদের দেখতে অন্তত ঠিকঠাক দেখায়। আমি ঘরে কিছু ইউজ করিনা। বাহিরে গেলে ফাউন্ডেশ বা ফেসপাউডার ফেসে অ্যাপ্লাই  করি। এতে ফেসকে ফ্রেশ দেখায়। আমিও হ্যাপি হ্যাপি বাহিরে যেতে পারি।
যেহেতু আমি একটি ডার্মাকল অর্ডার করে নিয়েছি এবং সেটা রাতের পার্টিতে অ্যাপ্লাইকরে খুব ভালো ফলাফল পেয়েছিলাম। তাহলে, দিনে ক্যানো নয়? আগের আর্টিকেলটি পড়ে বুঝতে পারবেন এটা বেশ কড়া ফাউন্ডেশন। রাতের সাজ্জায় বেশ ভালো। তবে দিনে কিন্তু হাল্কা সাজসজ্জা ই ভালো লাগে। আমার কাছে মনে হয় দিনে কড়া সাজ তেমন যায় না।
ছবিতে দেখতে পাবেন আমি ডার্মাকল এর সাথে আমার রেগুলার ইউজের ময়েশ্চারাইজার লোশন মিক্স করছি।
এরপর ফেসকে প্রথমে ওয়াশ করে মুছে নিয়ে এই মিশ্রণটি আমি ফেসে এবং নেকে মাসাজ করে করে অ্যাপ্লাই করেছি যেন সম্পূর্ণ ফেস এবং গলায় সমান ভাবে ব্লেন্ড হয়। অতঃপর আমার রেগুলার ইউজের ফেসপাউডার ফেসে, নেকে চেপে চেপে লাগিয়ে নেই।
চোখে কাজল, ঠোটে হাল্কা লিপস্টিক এই তো হয়ে গেলো আমার সাজ।
আপনারা ও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন।
আমার এই প্রোডাক্টটি আমাকে দিনে কিংবা রাতে  চমৎকার সার্ভিস দিয়ে যাচ্ছে। এতো ভালো লেগেছে প্রোডাক্ট টি ইউজ করে যে আমার ব্লগেও লিখে ফেললাম।

টিপস : এখন শীতকাল চলছে। তাই মেকাপ সেট থাকে বা হয়। তবে গরমের সময় মেকাপ করার আগে একটি আইস কিউব ফেসে ঘষে নিয়ে মেকাপ করবেন। তাতে গরমের সিজনেও মেকাপ সেট থাকবে।

আমার লেখালেখি ভালো লাগলে জানাবেন। অনেক বেশি জানি সেটা বলবোনা। তবে আপনারা কোন কোন বিষয়ে জানতে আগ্রহী জানালে চেষ্টা করবো সে বিষয়ে লিখবার। আজকে বিদায় তাহলে। সবাই সুস্হ এবং ভালো থাকবেন।


Comments