Vat Dye

Vat Dye is very strong die. The method of dyeing is very simple. Fabric is available in a very long time for very long color. Since this die is very strong, so it is important to take care of this dye in the fabric. To complete 3 & half yards of clothes, you need 1 table spoon vat color. Two types of medicines are important for coloring the VAT. Hydroz and Custic In the picture, I showed all of the colors of medicine and color.r Always remember that the double amount of color is essential for the correct die of medicine. In that case, 1 tablespoon vat dye, 2 tablespoons of hidroz, 2 tablespoons custic, an 3 & half yards of the fabric is completely needed for dyeing. Keep in mind that if you tie the fabric to fabric, the fabric will be very low. Sometimes the amount of fabric can be reduced by design tie. Then you will calculate the amount of the medicine and medicine in the same way. Another thing to remember is that Vet Dye Medicine can be found in 1 week, then you can get the best diy. Medicine can not be stored in the house more than 1 week. Hopefully, I can report the importance of information. Next I will tell about the method of VAT Dye.
ভ্যাট ডাই খুবই শক্তিশালি ডাই। ডাই করার পদ্ধতি খুবই সহজ। ফেব্রিকে অনেক কম সময়ের মধ্যে খুব লং লাস্টিং কালার পাওয়া যায়। এই ডাই টি যেহেতু খুব শক্তিশালি তাই ফেব্রিকে এই ডাই করতে হলে বিশেষ সতর্কতা ও অবলম্বন করতে হয়। সাড়ে ৩গজ কাপড়কে সম্পূর্ন ভাবে ডাই করতে ১ টেবিল চামচ ভ্যাট রং প্রয়োজন। ভ্যাট রং করতে ২ রকমের মেডিসিন খুবই জরুরি। হাইড্রোজ এবং কস্টিক। ছবিতে আমি মেডিসিন, কালার সবই দেখিয়েছি। সবসময় মনে রাখতে হবে রং এর দ্বিগুন পরিমাণ মেডিসিন সঠিক ডাই এর ক্ষেত্রে আবশ্যক। সেক্ষেত্রে, ১ টেবিল চামচ ভ্যাট ডাই, ২ টেবিল চামচ হাই ড্রোজ, ২ টেবিল চামচ কস্টিক সাড়ে ৩গজ ফেব্রিক সম্পূর্ণ রূপে ডাই করার জন্য আবশ্যক। মনে রাখবেন আপনি যদি ফেব্রিকে ডিজাইন টাই করেন সেক্ষত্রে ফেব্রিক অনেক কমে যাবে। কখনও ডিজাইনের টাই এর কারণে ফেব্রিক এর পরিমাণ অর্ধেক হয়ে যেতে পারে। তখন আপনারা ডাই এবং মেডিসিনের মেজারমেন্ট টি সেভাবে হিসাব করে নিবেন। আরেকটি বিষয় সবাই অবশ্যই মনে রাখবেন ভ্যাট ডাই এর মেডিসিন ১ সপ্তাহের মধ্যেই ব্যবহার করলে বেস্ট ডাই পাবেন। মেডিসিন ১ সপ্তাহের বেশি বাসাতে সংরক্ষণ করা যায় না। আশা করছি গুরুত্ব পূর্ণ তথ্য গুলি জানাতে পেরেছি। এরপরে আমি ভ্যাট করার পদ্ধতি সম্পর্কে জানাবো

Comments