PRESERVATION Of Chemical Dye

To get brighter, beautiful and long lasting color in the clothes, be careful about the storing of chemical die, as well as know how to preserve this chemical die.
Vat Dy and Sulfur Dye Chemical respectively (caustic + hydroz) and sodium. These 3 chemicals are very quickly damaged by exposure to air.
I would recommend that the chemicals should not be stored in the house for a long time.
You will plan first. Design a plan that will fit the fabric. This way you can tie many clothes. Then the chemical dye from shop or market and dye the clothes. In this way it is possible to make bright color cloth very easily.
The allegations came in the way that "I did not get the proper color  or the clothes were damaged fully."
The reason for finding out is to buy chemical dyes a few days ago at home. Then the clothes are designed and tied. The colors, chemicals are not stored properly. Chemical exposure to the air becomes somewhat damaged.
As a result the color is not available correctly.
But more than those who work on the dye, how does their color medicine work? They brought a lot of color medicine. Then their dye, the medicine can not be wasted?
In this case, I would say, those who have taken the work professionally, they have more taken care towards dye and chemicals. They took many dye, chemical orders. Divide the divide into small polys and divide the medicine into several packets. Packets are very tightly packed, so packets are airtight. Then, leaving a poly medicine, the remaining air-tight polys are filled in a dry dorm, in an almirah with fabric cloth Keep them.
And out of the left, the poly-dyes, and the medicine quickly removes the work of medicine.
Professionals who work on dye know that once they start using poly from the medicine, gradually the power of medicine decreases.  Professional Dye Workers As far as I know, they are very careful about chemical dyes and they consume chemicals by following the rules and doing the work of the dye. Their chemical medicines can be stored in the house for long periods of time.
Those who work in small holes in the hobby, they can preserve the dye and chemical preservation in their home for the above mentioned procedure.
Usually the colors are not damaged . If you do not have any dirt, dust and water, for a year, all colors are good. Finegum, soda, fixer, salt, etc. These components can be stored in containers for up to 2 years.
Hydroz, caustic, sodium, you will be more careful about preserving these three chemicals.
Hopefully the information will be very helpful for all of you.
chemicals & containers
কেমিক্যাল ডাই সংরক্ষণ -
কাপড়ে উজ্জ্বল, সুন্দর, পাকা রং পেতে হলে কেমিক্যাল ডাই সংরক্ষণ এর বিষয়ে অধিক যত্নবান যেমন হতে হবে তেমন ভালো ভাবে জানতেও হবে কিভাবে এই কেমিক্যাল ডাই সংরক্ষণ করা যায়।
 ভ্যাট ডাই এবং সাল্ফার ডাই এর কেমিক্যাল  যথাক্রমে (কস্টিক +হাইড্রোজ) এবং সোডিয়াম। এই ৩টি কেমিক্যাল খুব দ্রুত বাতাসের সংস্পর্শে নষ্ট হয়ে যায়।
আমি পরামর্শ দিবো কেমিক্যাল অনেকদিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা একদম ঠিক হবেনা।
আপনারা প্রথমে প্ল্যান করে নিবেন। সেই প্ল্যান মাফিক ফেব্রিক ডিজাইন করে বেধে নিবেন। এভাবে আপনারা অনেক কাপড় বেধে নিতে পারেন।  এরপর কেমিক্যাল ডাই দোকান থেকে এনে কাপড় ডাই করে ফেলবেন। এভাবে বেশ সহজেই উজ্জ্বল কালার কাপড়ে করা সম্ভব।
আমার কাছে "রংটা সঠিক পাইনি বা কাপড় নষ্ট হয়েছে" এভাবে অভিযোগ আসে।
কারণ খুঁজলে পাওয়া যায় বাসায় কিছুদিন আগে কেমিকেল ডাই কিনে রাখা হয়। তারপর কাপড় ডিজাইন করে বেধে কালার করা হয়। এতে রং,  কেমিক্যাল এর সঠিক সংরক্ষণ করা হয় না। বাতাসের সংস্পর্শে কেমিক্যাল কিছুটা নষ্ট হয়ে যায়।
ফলে রং সঠিকভাবে পাওয়া যায়না।
তবে অনেক বেশি যারা ডাই এর কাজ করেন, তাদের কালার মেডিসিন কিভাবে ঠিক থাকে? তারা তো অনেক পরিমাণে কালার মেডিসিন আনেন। তাহলে তাদের ডাই, মেডিসিন নষ্ট হয় না ক্যানো?
এক্ষেত্রে আমি বলবো,  যারা কাজটি প্রফেশনালি নিয়ে নিয়েছেন তারা ডাই এবং কেমিক্যালের প্রতি অধিক শতর্কতা অবলম্বন করে থাকেন। তারা অনেক ডাই, কেমিক্যাল অর্ডার করে নেন। ছোট ছোট পলি তে ভাগ ভাগ করে মেডিসিন গুলোকে কয়েকটি প্যাকেটে বিভক্ত করে ফেলেন। প্যাকেট প্রত্যেকটি খুব শক্ত ভাবে বেধে ফেলেন যাতে প্যাকেট গুলি এয়ারটাইট থাকে। অতঃপর, একটি পলির মেডিসিনকে বাহিরে রেখে বাকি এয়ার টাইট পলি গুলিকে একটা শুকনো বয়োমে ভরে, বয়োমটিকে কাপড়ের আলমারি কাপড়ের র মধ্যে
 রেখে দেন।
আর বাহিরে বের করে রাখা পলির ডাই, মেডিসিন দিয়ে দ্রুত রং এর কাজ সেরে ফেলেন।
প্রফেশনালি যারা ডাই এর কাজ করেন তারা জানেন একবার পলি থেকে মেডিসিন ব্যবহার করা শুরু হলেই ধীরে ধীরে মেডিসিনের পাওয়ার বা প্রখরতা কমতে থাকে। প্রফেশনাল ডাই ওয়ার্কাররা আমি যতদূর জানি কেমিক্যাল ডাই এর ব্যাপারে অধিক যত্নবান হয়ে খুব নিয়ম মেনে কেমিক্যাল রং সংরক্ষণ করে ডাই এর কাজ করেন বলে তাদের কেমিক্যাল মেডিসিন অনেকদিন পর্যন্ত ঘরে স্টোর করে রেখে ডাই এর কাজ করে যেতে পারেন।
যারা শখের বসে ছোট খাটো ডাই এর কাজ করেন তারা ডাই এবং কেমিক্যাল সংরক্ষণের কাজটি উপরে বর্ণিত নিয়মে করলে দীর্ঘদিন ডাই -কেমিক্যাল ঘরে সংরক্ষণ করতে পারবেন।
সাধারণত রং নষ্ট হয় না। একবছর পর্যন্ত কোন ময়লা, ধুলোবালি, পানি এসব না লাগলে, সব কালারই ভালো থাকে। ফাইনগাম, সোডা, ফিক্সার, লবণ  এসব উপাদান ২বছর পর্যন্ত পাত্রে সংরক্ষণ করা যায়।
হাইড্রোজ, কস্টিক, সোডিয়াম এই ৩টি কেমিক্যাল সংরক্ষণের বিষয়ে আপনারা সবাই অধিক সচেতন থাকবেন।
আশা করি তথ্য গুলি আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে।

Comments

Post a Comment